Begin typing your search above and press return to search.

এলজিবিআই দেশের ব্যস্ততম বিমানবন্দরগুলির একটি

এলজিবিআই দেশের ব্যস্ততম বিমানবন্দরগুলির একটি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 April 2019 1:27 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির বরঝাড়ে থাকা লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর দেশের মধ্যে অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসেবে চিহ্নিত হয়েছে।

উত্তর পূর্বাঞ্চলের একমাত্ৰ আন্তর্জাতিক এই বিমানবন্দর দিয়ে ২০১৮-১৯ সালে ৬০ লক্ষের বেশি যাত্ৰী সফর করেছেন। ২০১৭-১৮ সালের তুলনায় উন্নয়নের হার নথিভুক্ত হয়েছে ২৭.৪৬ শতাংশ।

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার(এএআই)সূত্ৰ দ্য সেন্টিনেলকে বলেছে,২০১৮-১৯ বর্ষে এলজিবিআই বিমানবন্দর দিয়ে মোট ৬০,১৮,০৫৪ জন যাত্ৰী সফর করেছেন। এই সময়ে বিমানবন্দর থেকে ৫৫,০৬৬টি বিমান চলাচল করেছে। ২০১৭-১৮ সালে এই বিমানবন্দর থেকে বিমান ওঠা নামা করেছে ৪৫,৫১৩টি। ২০১৮-১৯ সালে উন্নয়নের এই হার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৭.৪৬ শতাংশে। এলজিবিআই বিমানবন্দরে ২০১৭-১৮ সালের তুলনায় ২০১৮-১৯ বর্ষে বিমান উড়ান-অবতরণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০.৯৯ শতাংশে।

সূত্ৰটি বলেছে,২০১৮-১৯ সালে এই বিমানবন্দর থেকে এয়ার কারগো মুভমেন্টও ১০.০২ শতাংশ বেড়েছে। ২০১৮-১৯ বর্ষে এই বিমানবন্দর থেকে পণ্য পরিবহণ করা হয়েছে ২৩,৮৪৭ টন। ২০১৭-১৮ বর্ষে পণ্য পরিবহণের পরিমাণ ছিল ২১,৬৭৬ টন। গুয়াহাটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের অ্যাভিয়েশন হাব। ১২০টির বেশি বাণিজ্যিক বিমান প্ৰতিদিন এই বিমানবন্দর থেকে উড়ান ও অবতরণ করছে। ‘আগামি দিনগুলিতে এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে’-বলেছে এএআই সূত্ৰটি। ২০২১ সালের মার্চের মধ্যে এই বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল বিল্ডিং হবে। নতুন বিল্ডিংটি হবে ৯০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে। যাত্ৰীদের জন্য এতে বিশ্বমানের সু্যোগ সুবিধা থাকবে। পিক আওয়ারে ৩,১০০ জন যাত্ৰী ধরার ক্ষমতা থাকবে নতুন বিল্ডিঙে।

Next Story
সংবাদ শিরোনাম