এশিয়াডে সাঁতারের ৫০ মিটার ফ্ৰিস্টাইলে অল্পের জন্য পদক হাতছাড়া ভারতের বীরধাওয়ালের

এশিয়াডে সাঁতারের ৫০ মিটার ফ্ৰিস্টাইলে অল্পের জন্য পদক হাতছাড়া ভারতের বীরধাওয়ালের
Published on

জাকার্তাঃ ভারতীয় সাঁতারু বীরধাওয়াল খাড়ে মঙ্গলবার জাকার্তায় ১৮তম এশিয়ান গেমসে পুরুষদের ৫০ মিটার ফ্ৰিস্টাইলের ফাইনালে অল্পের জন্য মেডেল হাত ছাড়া করলেন। চতুর্থ স্থানে থেকে তিনি সাঁতার শেষ করেন। খাড়ে সাঁতার শেষ করতে সময় নেন ২২.৪৭ সেকেন্ড। জাপানের প্ৰতিদ্বন্দ্বী সানিচি নাকাও থেকে মাত্ৰ ০.১ সেকেন্ড পিছিয়ে থাকায় পদক হাত ছাড়া হয় খাড়ের। বরাত জোরে ব্ৰোঞ্জ পেয়ে যান নাকাও।

এই ইভেন্টে ২২.১১ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনা তুলে নেন চীনের ইসু হেক্সিন। রুপো জেতেন জাপানের কাটসুমি নাকামুরা,সময় নেন ২২.২০ সেকেন্ড।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com