Begin typing your search above and press return to search.

এশিয়া কাপ জিতল বিরাটের টিম ইন্ডিয়া

এশিয়া কাপ জিতল বিরাটের টিম ইন্ডিয়া

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Sep 2018 1:13 PM GMT

দুবাইয়ে শুক্ৰবার অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারত ৩ উইকেটে বাংলাদেশকে হারিরে খেতাব দখল করেছে। অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশকে ধরাশায়ী করতে ভারতকে শেষ বল অবধি লড়াই জারি রাখতে হয়। ফাইনালে পরাস্ত হলেও সুন্দর ক্ৰীড়া শৈলি প্ৰদর্শন করে বাংলাদেশ দর্শকদের প্ৰশংসা কুড়িয়ে নেয়।

এদিন বাংলাদেশ প্ৰথমে ব্যাট করে ওপেনার লিটন দাসের দুর্দান্ত শত রানের সাহা্য্যে সব উইকেট খুইয়ে তোলে ২২২ রান। লিটন ১১৭ টি বলে ১২টি চার ও দুটো ছক্কা মেরে একাই ১২১ রানের একটা অনবদ্য ইনিংস উপহার দেন দলকে। ভারতের হয়ে কুলদীপ যাদব চমৎকার বোলিং করে মাত্ৰ ৪৫ রান গচ্চা দিয়ে তিনটি উইকেট তুলে নেন। জয়ের জন্য ২২৩ রানের পিছু তাড়া করে বাংলাদেশের মাপা ও সুনিয়ন্ত্ৰিত বোলিঙের সামনে ভারতের ব্যাটসম্যানদের যথেষ্ট ঘাম ঝরাতে হয়। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্ৰয়োজন ছিল ৬ রানের। রুদ্ধশ্বাস এই ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারত শেষ হাসি হাসতে সক্ষম হয়। লিটন ম্যান অফ ম্যাচ এবং শিখর ধাওয়ান প্ৰতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

Next Story
সংবাদ শিরোনাম