নয়াদিল্লিঃ এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট(ইডি)৩,৫০০ কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস মামলায় প্ৰাক্তন কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী পি চিদম্বরমকে মূল অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করলো। ওই মামলায় ১.১৬ কোটি টাকা তছরুপের অভিযোগে অন্যান্য আরও কয়েকজনের নাম চার্জশিটে উল্লেখ করেছে ইডি। এয়ারসেল-ম্যাক্সিস মামলায় ৩৫০০ কোটি টাকা তছরুপের অভিযোগে ওঠে ২০০৬ সালে। ইডি এই মামলা নিয়ে দিল্লির পাতিয়াল হাউসকোর্টের বিশেষ বেঞ্চে চার্জশিটটি দাখিল করে।
চার্জশিটে প্ৰাক্তন অর্থমন্ত্ৰী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সঙ্গে এস ভাস্কররমন যিনি কার্তির চাটার্ড অ্যাকাউণ্ট্যান্ট,অগাস্টাস রালফ মার্শাল,ভি নিবাসনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের তালিকায় রয়েছে এয়ারসেল টেলি ভেঞ্চার্স লিমিটেড,অ্যাস্ট্ৰো অল এশিয়া নেটওয়র্কস পিএলসি,ভূমি আর্মাডা বেরহাদ এবং ভূমি আর্মাডা নেভিগেশন এসডিএন বিএইচডি। ভারতের সরাসরি বিদেশি বিনিয়োগ নীতি(এফডিআই)লংঘন করে ২০০৬ সালে এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি অনুমোদন সংক্ৰান্ত আনিয়মের মামলায় এই চার্জশিট দাখিল করে ইডি।
তদন্তকারী সংস্থাটি অভিযোগ করেছে যে ওই চুক্তির প্ৰস্তাবটি অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির(সিসিইএ)কাছে পাঠানো উচিত ছিল। কারণ সিসিইএ হচ্ছে চুক্তি আনুমোদনের উপযুক্ত কর্তৃপক্ষ। কিন্তু চুক্তির প্ৰস্তাবটি সিসিইএতে না পাঠিয়ে কোন চক্ৰান্তের ফাঁদে পড়ে চিদম্বরম সেটি অনুমোদন করেছেন বলে সংস্থা উল্লেখ করেছে।