Begin typing your search above and press return to search.

ঐক্যের মূর্ত প্ৰতীক চান্দডুবি উৎসবঃ রাজ্যপাল

ঐক্যের মূর্ত প্ৰতীক চান্দডুবি উৎসবঃ রাজ্যপাল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Jan 2019 12:56 PM GMT

গুয়াহাটিঃ অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি বলেছেন চান্দডুবি উৎসব অসম ও মেঘালয় সীমান্তে বসবাসকারী স্থানীয় মানুষের মধ্যে এক ঐক্যের সেতুতে পরিণত হয়েছে। চাঁন্দডুবি উৎসবকে দুই রাজ্যের সীমান্ত এলাকার মানুষের মধ্যে ঐক্যের সেতু হিসেবে রূপ দেওয়ার ক্ষেত্ৰে সফলতার জন্য উদ্যোক্তাদের এই প্ৰয়াসের ভূয়সী প্ৰশংসা করেন তিনি

মঙ্গলবার চান্দডুবি বিলের পাশে পাঁচদিন ব্যাপী চান্দডুবি উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল বলেন,উত্তর পূর্বাঞ্চল হচ্ছে বিভিন্ন জাতি,জনগোষ্ঠী ও সম্প্ৰদায়ের বাসভূমি। এই অঞ্চলের উন্নতির জন্য বিভিন্ন সম্প্ৰদায়ের জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের বাঁধন মজবুত রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বেশ কবছর ধরে অনুষ্ঠিত চান্দডুবি উৎসব অসম-মেঘালয় সীমান্তে বসবাসরত মানুষের মধ্যে ঐক্যের ভিত মজবুত করতে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন,চান্দডুবি উৎসব হচ্ছে রাজ্যের বিভিন্ন সম্প্ৰদায়ের লোকসংস্কৃতিকে তুলে ধরার এক বর্ণাঢ্য মঞ্চ। এই উৎসব ওই এলাকার বিভিন্ন সম্প্ৰদায়ের মানুষের কৃষ্টি,পরম্পরা,সংস্কৃতি,লোক সংগীত ও পরম্পরাগত খেলাধুলা সম্পর্কে জ্ঞান সঞ্চয়ের এক সুবর্ণ সু্যোগ বলে রাজ্যপাল উল্লেখ করেন। পরম্পরাগত বাঁশ-বেতের হস্তশিল্প ও বস্ত্ৰশিল্পের সম্ভার তুলে ধরার ক্ষেত্ৰে উদ্যোক্তাদের সামনে এই উৎসব একটা চমৎকার সু্যোগ এনে দিয়েছে বলে মনে করেন রাজ্যপাল। তিনি বলেন,পরম্পরাগত শিল্প সম্ভারকে চাঙ্গা করার ক্ষেত্ৰেও এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। চান্দডুবি উৎসবকে কেন্দ্ৰ করে রাজ্যে নিয়োগ ও পর্যটনেরও সু্যোগ রয়েছে। উল্লেখ্য,উৎসবে বাঁশ,বেতের সামগ্ৰীর প্ৰদর্শনী,পরম্পরাগত খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পোশাক পরিচ্ছদের স্টলও খোলা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাল জায়া প্ৰেম মুখি,রাভা হাসং স্বশাসিত পরিষদের মুখ্য কাউন্সিলর টঙ্কেশ্বর রাভা,কামরূপের জেলাশাসক কমল কুমার বৈশ্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Next Story
সংবাদ শিরোনাম