ওড়িশায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্ৰায় একই সঙ্গে সাতটি বুনো হাতির মৃত্যু হয়েছে। রাজ্যের দেনকানালের কমলাঙ্গা গ্ৰামের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উল্লেখ্য,ওড়িশার এই নির্দিষ্ট এলাকাটি হাতির করিডর। বুনো হাতির পাল এই এলাকা দিয়ে হামেশাই চলাচল করে। শুক্ৰবার রাতে ওই এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে হাতিগুলির মৃত্যু হয়।
অতিরিক্ত মুখ্য বন সংরক্ষক সুদর্শন পান্ডা সংবাদ মাধ্যমকে বলেছেন ‘বিদ্যুৎপৃষ্ট হয়ে সাততি বুনো হাতির মৃত্যু হওয়ার খবর আমরা পেয়েছি। কী পরিস্থিতি এমন মর্মান্তিক ঘটনা ঘটলো তা সরেজমিনে খতিয়ে দেখতে ফিল্ড কর্মকর্তারা অকুস্থলে ছুটে গিয়েছেন’।
বন বিভাগের তরফে জানানো এক খবর অনু্যায়ী ১৩টি হাতির একটি দল ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এগুলোর মধ্যে ৭টি হাতি সরাসরি বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসায় মৃত্যুর মুখে পড়ে। বাকি ৬টি হাতি কোনওক্ৰমে প্ৰাণে বেঁচে যায়। বিশাল কৃষি জমির বুক চিরে বয়ে যাওয়া একটি স্ৰোতস্বিনীর সামনে মৃত হাতিগুলিকে পড়ে থাকতে দেখা গিয়েছে।
প্ৰাথমিক তদন্তে বলা হয়েছে ওই এলাকায় নতুন রেল লাইনের কাজ চলায় পাওয়ার লাইন স্থাপন করার ফলে হাতিরা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে।