কপ্টার কেলেংকারিতে অভিযুক্ত সুষেন মোহনের জামিন আবেদনের বিরোধিতা ইডি-র,দেশ থেকে ফেরার ৩৬ ব্যবসায়ী

গুয়াহাটিঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)সোমবার সুষেন মোহন গুপ্তার জামিন আবেদনের বিরোধিতা করেছে। অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার কেলেংকারির অভিযোগে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। অন্যান্য ৩৬ জন ব্যবসায়ীর মতো গুপ্তাও দেশ ছেড়ে পালাতে পারেন এই আশঙ্কায় তার জামিনের বিরোধিতা করেছে ইডি। উল্লেখ্য,ওই ৩৬ জন পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে।
ইডি বিশেষ বিচারপতি অরবিন্দ কুমারকে বলেছে,লিকার ব্যারন বিজয় মালিয়া এবং হিরে ব্যবসায়ী নীরব মোদি সহ ৩৬ জন ব্যবসায়ী সাম্প্ৰতিক অতীতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
সমাজের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে বলে গুপ্তা যে দাবি করেছেন তার পাল্টা জবাবে ইডি-র বিশেষ সরকারি কৌঁসুলি ডিপি সিং এবং এন কে মাট্টা বলেন,মালিয়া,ললিত মোদি,মেহুল চোকসি এবং সান্দেসারা ভ্ৰাতৃদ্বয়েরও সমাজের সঙ্গে গভীর সম্পর্ক ছিল,তবু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। গত কয়েক বছরে এধরনের ৩৬ জন ব্যবসায়ী দেশ থেকে ফেরার হয়েছে। ইডি-র আইনজীবী শ্যামভেধনা ভার্মা বলেন,কপ্টার কেলেংকারি নিয়ে তদন্ত বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং গুপ্তার ডায়েরিতে উল্লেখ থাকা ‘আরজি’-র বিষয়টি উদঘাটনে এজেন্সি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইনজীবী ভার্মা এই কেলেংকারিতে গুপ্তা সাক্ষীদের প্ৰভাবিত করেছেন বলে অভিযোগ তোলেন। শীর্ষ আদালতকে ভার্মা বলেছেন,গুপ্তা সাক্ষ্যপ্ৰমাণ নষ্ট করে ফেলারও চেষ্টা করেছেন। আদালত গুপ্তার জামিনের আবেদন নিয়ে ২০ এপ্ৰিল পর্যন্ত রায় সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেয়।
এজেন্সি এই মামলায় তদন্ত ইতিমধ্যেই শেষ করেছে এবং মামলা সংক্ৰান্তে একটি চার্জশিটও জমা দিয়েছে।