নয়াদিল্লিঃ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কর্নাটকে সরকার গড়ার দাবি জানানো দলের দায়িত্বই ছিল এবং এতে অগণতান্ত্ৰিক বা অন্যায় ছিল না। সোমবার এই মন্তব্য করে শাহ বলেন কংগ্ৰেস-জেডিএস যদি বিধায়কদের পাঁচতারা হোটেলে আটকে না রেখে মানুষের সঙ্গে কথা বলতে দিত তাহলে তাঁরা বিজেপিকেই সমর্থন করতেন।
কর্নাটকে সরকার গড়তে চেয়ে বিজেপি কোনও অগণতান্ত্ৰিক কাজ করেনিঃ অমিত

Next Story