Begin typing your search above and press return to search.

কলিয়াভোমরা সেতুতে বাস-ট্ৰাকের সংঘর্ষে নিহত ৫,আহত ১৩

কলিয়াভোমরা সেতুতে বাস-ট্ৰাকের সংঘর্ষে নিহত ৫,আহত ১৩

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Nov 2018 10:55 AM GMT

তেজপুরঃ শোণিতপুর জেলায় কলিয়াভোমরা সেতুতে বৃহস্পতিবার রাতে একটি বাস ও ট্ৰাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত ও অন্যান্য ১৩ জন আহত হন। যাত্ৰীবাহী বাসটি(নং-এএস-১২এসি-১৮৩৭)সেতুর মাঝামাঝি একটি ট্ৰাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগায় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্ৰাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি তেজপুর থেকে নগাঁও যাচ্ছিলো। ট্ৰাকের নম্বর এএস ০৯ সি-৮৫৮৮।

তেজপুর সদর থানার ওসি বুধিন পেগু বলেন,দুর্ঘটনায় অকুস্থলেই দুজন মারা গেছেন। গুরুতর আহত অন্যান্য তিনজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শুক্ৰবার।নিহতদের ওমর আলি(৪৫),আলপনা বরা(৪৫)জামারুল ইসলাম(৩৩),নুর আহমেদ(৩৫)এবং সফিকুল ইসলাম(৩২)বলে শনাক্ত করা হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম