কাছাড় কাগজ কল ফের খোলার দাবিতে শিলচরে কর্মী-শ্ৰমিকদের বিক্ষোভ

শিলচরঃ কাছাড়ের পাঁচগ্ৰাম স্থিত কাগজ কলের কর্মী ও শ্ৰমিকরা কাগজ কলটি পুনরুজ্জীবিত করার দাবিতে বুধবার শিলচরে এক প্ৰতিবাদ সমাবেশে মিলিত হন। ২০১৭ সালের মার্চ থেকে এই কাগজ কলটি বন্ধ রয়েছে। কলের কর্মী,শ্ৰমিকরা বেতন ও অন্যান্য সু্যোগ সুবিধা না পাওয়ায় তাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। চরম আর্থিক সংকটে ভুগছেন কলের প্ৰতিটি কর্মী ও শ্ৰমিক পরিবার। তাঁদের পক্ষে জীবন নির্বাহ করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে।
বার কয়েক কলটি পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েও কেন্দ্ৰ ও রাজ্য সরকারের তরফ থেকে কোনও ইতিবাচক সাড়া তারা পাননি। সময়ে সময়ে তারা আন্দোলনও করে এসেছেন। কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে কাগজ কল রিভাইভেল অ্যাকশন কমিটি বুধবার ৩৭নং জাতীয় সড়ক,পাঁচগ্ৰামে ৬নং সড়ক ও কালাইনে ৪ ঘন্টা পথ অবরোধ করে। এরফলে ওই পথগুলিতে যানজটের সৃষ্টি হয়।
অ্যাকশন কমিটির মুখ্য আহ্বায়ক মানবেন্দ্ৰ চক্ৰবর্তী বলেন,কলের শতাধিক কর্মী বর্তমানে অনাহার,অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তিনি বলেন,৩৭ শতাংশ কর্মীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে আর্থিক চাপ সহ্য করতে না পারায়। তিনি বলেন,সারা দেশে যখন কাগজের চাহিদা বাড়ছে সেসময় সরকার পাঁচগ্ৰাম ও জাগিরোডের কল দুটি পঙ্গু করে বাইরে থেকে কাগজ আমদানি করছে। এটা সত্যিই বিস্ময়ের বিষয়। প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী কলদুটি পুনরুজ্জীবিত করার প্ৰস্তাবটি বর্তমানে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্ৰধানমন্ত্ৰীর কার্যালয়ে ঝুলছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে শুধু দেরিই হচ্ছে।