মধ্য অসমের নগাঁও জেলার কামপুরের একমাত্ৰ উচ্চ শিক্ষার প্ৰতিষ্ঠান কামপুর কলেজের পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের বিগত সময়কালের অধ্যক্ষ হীরেন্দ্ৰনাথ শর্মা কলেজ পরিচালন সমিতির একাংশ কর্মকর্তার সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নের নামে বরাদ্দ অর্থের মোটাভাগ আত্মসাৎ করেছেন বলে ওই অভিযোগে প্ৰকাশ। স্থানীয় সচেতন মানুষ ওই ঘটনা সম্পর্কে লিখিত আবেদন জানানোর পরই মুখ্যমন্ত্ৰীর তদন্তকারী শাখার একটি দল কলেজে অভিযান চালায়।
কলেজের একটি বিল্ডিং প্ৰায় ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই বিল্ডিং নির্মাণে নিম্ন মানের সামগ্ৰী ব্যবহার করে বাকি টাকা আত্মসাৎ করার পাশাপাশি কলেজ গ্ৰস্থাগারের জন্য বই কেনার নামেও ভুয়া বিল দেখিয়ে মোটা টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। এই নতুন বিল্ডিঙের পাকা প্ৰাচীরে ইতিমধ্যেই বড়বড় চিড় ধরতে দেখা গেছে। কলেজে পানীয় জলের সমস্যাও লেগে আছে। স্থানীয় সচেতন জনগণের সঙ্গে কলেজের অধ্যক্ষ মুখ্যমন্ত্ৰীর তদন্তকারী শাখাকে ঘটনার সঠিক তদন্ত সেরে দোষীদের শান্তি দেওয়ার দাবি জানিয়েছেন।