কারিগরি শিক্ষায় গুরুত্ব মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের

ডিব্ৰুগড়ঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার টিংখং পলিটেকনিক ইন্সটিউটের শিলান্যাস করেন। ডিব্ৰুগড় জেলার টিংখং বিধানসভা কেন্দ্ৰের ১নং বেতনি গ্ৰামে কারিগরি শিক্ষার এই প্ৰতিষ্ঠানটি গড়ে তোলা হবে। ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন এসওপিডি স্কিমের অধীনে এই প্ৰকল্পটি নির্মাণ করা হবে। প্ৰকল্পটি বাবদ ধার্য করা হয়েছে ৫০ কোটি টাকা। মোট ৩৫ বিঘা জমি জুড়ে গড়ে উঠবে এই প্ৰকল্প।
এই একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল সিগনেচার প্ৰজেক্টের অধীনে তিংখঙের রাজগড়ে একটি মাল্টি পারপাস মার্কেটেরও শিলান্যাস করেন। এই বাজার নির্মাণে ব্যয় হবে ১০ কোটি টাকা। তাছাড়া রাজগড় কমিউনিটি হেলথ সেণ্টার নির্মাণে ব্যয় হবে ১.৯১ কোটি টাকা। রাষ্ট্ৰীয় স্বাস্থ্য মিশনের অধীনে এই প্ৰকল্প নির্মাণ করা হবে। শক্তিশালী দেশ গড়তে সুঠাম ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন সোনোয়াল। তিনি বলেন,ছাত্ৰ ছাত্ৰীদের শিক্ষার জন্য একটা আদর্শ পরিকাঠামো ও পরিবেশ গড়ে তোলার জন্য তাঁর সরকার সবচেয়ে বেশি অগ্ৰাধিকার দিচ্ছে। এই বিষয়টি মাথায় রেখেই রাজ্য সরকার এই খাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ ধার্য করেছে।
তিনি বলেন,বর্তমান সারা বিশ্বে বিজ্ঞান ও প্ৰযুক্তির রাজ চলছে। তাই কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্ৰী বলেন,এব্যাপারে কারিগরি শিক্ষার পরিসর বৃদ্ধি করতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্ৰহণ করেছে। এছাড়া ছাত্ৰদের দক্ষতা ও সক্ষমতার বিকাশেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার যাতে তারা স্মার্ট ছাত্ৰ হয়ে উঠতে পারে। এব্যাপারে শিক্ষক এবং অভিভাবকদের ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানান সোনোয়াল। আর্থিক অবস্থা খারাপ হলেও সব শ্ৰেণির ছাত্ৰরা যাতে শিক্ষার সু্যোগ পায় তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে।