জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের আরাহামা এলাকায় আজ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪ জন পুলিশ কর্মী নিহত এবং একজন আহত হন। স্থানীয় প্ৰচার মাধ্যম সূত্ৰ বলেছে,আরাহামা গ্ৰামে সহকারী পুলিশ সুপারের সদর দপ্তর পাহারা দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। প্ৰাপ্ত খবর মতে,আহত পুলিশ কর্মীদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের কাছ থেকে ৩টি একে৪৭ রাইফেলস নিয়ে যায়। আক্ৰমণে জড়িত জঙ্গিদের ধরতে নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযানে নেমেছে। জৈশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন এই আক্ৰমণের দায় স্বীকার করেছে।
Begin typing your search above and press return to search.