গুয়াহাটিঃ জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে আজ সকালে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াইয়ে একজন সেনা জওয়ান শহিদ হন। সুরক্ষা বাহিনীর পাল্টা আক্ৰমণে মারা যায় ৪ জঙ্গি। সংঘর্ষে আর ৩ সেনা জওয়ান আহত হয়েছেন।
সেনাবাহিনীর প্যারাট্ৰুপার এবং রাজ্য পুলিশ ও সিআরপিএফ শ্ৰীনগর থেকে ৬০ কিমি দূরে নাদিগ্ৰামে জঙ্গিদের খোঁজে যৌথ তল্লাশি অভিযানে নামলে ওখানে ঘাপটি মেরে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে তাক করে গুলি চালাতে শুরু করে। জঙ্গিরা ওখানে ঘাঁটি গেড়েছে বলে গোয়েন্দা সূত্ৰে খবর পাওয়ার পরই নিরাপত্তাবাহিনী আজ ভোরে ওই এলাকায় অভিযানে নামে।
শ্ৰীনগরের প্ৰতিরক্ষা বিভাগের একজন মুখপাত্ৰ কর্নেল রাজেশ কালিয়া বলেন,সোপিয়ানের নাদিগ্ৰাম এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন জঙ্গি নিহত হয়।
সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ,গোলাগুলি কাশ্মীরে এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুদিন আগে জেলার রেবান এলাকায় এক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে প্ৰাণ হারিয়েছিল জঙ্গি সংগঠন আল বদরের দুই সহযোগী। ওই একই দিনে পুলওয়ামায় জঙ্গিরা সিআরপিএফ শিবিরে হামলা চালালে একজন জওয়ান শহিদ হন।