কিশোরীকে গণ ধর্ষণ ও হত্যার ঘটনা আবার লজ্জানত করল কাশ্মীরকে। কাশ্মীরের উরিতে গত সপ্তাহে নয় বছরের একটি কিশোরীকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশ ৫ অভিযুক্তকে গ্ৰেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে কিশোরীর বিমাতা ও বৈমাতৃয় ভাইও জড়িত রয়েছে। খবরে প্ৰকাশ,গত সপ্তাহে বৈমাতৃয় ভাই ও তার বন্ধুরা মিলে কিশোরীটিকে ধর্ষণ করে। অপরাধের পর বৈমাতৃয় ভাইটি কুড়োল দিয়ে কিশোরীর মাথায় আঘাত করে। পরে অন্য এক অভিযুক্ত কিশোরীর চোখ উপড়ে ফেলে তার শরীরে অ্যাসিড ঢেলে দেয়। এরপর বিমাতাই মেয়েটিকে গলা টিপে মেরে ফেলে। ব্যাটারি অ্যাসিড দিয়ে শব কিছুটা জ্বালিয়ে নিকটবর্তী জঙ্গলে গাছের পাতা দিয়ে ঢেকে রাখে অভিযুক্তরা। কিশোরীর পচাগলা শব রবিবার পুলিশ উদ্ধার করে। ঘটনায় জড়িত ৫ জনকে পুলিশ গ্ৰেপ্তার করেছে।
বারামুল্লার পুলিশ সুপার ইমতিয়াজ হুসেন মির জানান,গত ২৩ আগস্ট থেকে কিশোরীটি নিখোঁজ ছিল। এরপরই কিশোরীর বাবা পুলিশে এফআইআর করেন।