কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে শ্রমিক আন্দোলনকে আরও জোরদার করতে আগামী ৮-৯ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে বাম, কংগ্রেস-সহ বিভিন্ন দলের শ্রমিক সংগঠন।শুধুমাত্র আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস) ছাড়া কার্যত সব শ্রমিক সংগঠন এই ধর্মঘটে যোগ দিচ্ছে।
বিভিন্ন সূত্রের খবর, সব মিলিয়ে সংগঠিত এবং অসংগঠিত মিলিয়ে প্রায় ১৮ কোটি শ্রমিক এই ধর্মঘটে যোগ দিতে পারে।সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর সাধারণ সম্পাদক তাপস সেনের দাবি, এই ধর্মঘটকে সমর্থন করেছে শ্রমিকদের শক্তিশালী সংগঠন ভূমি অধিকার আন্দোলন। এর ফলে গ্রামেগঞ্জের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া সম্ভব বলেই মনে করছে সিটু।
তবে বিএমএস এই ধর্মঘটকে রাজনৈতিক ফায়দা তোলার মঞ্চ হিসেবেই দেখছে।এক দিকে কৃষকরা কৃষির সমস্যার দিকটা তুলে ধরছে, তখন শ্রমিকদের মূল দাবি বেকারত্বের সমস্যা দূর করা। তাপসবাবুর কথায়, “বেকারত্বের সমস্যা দিন দিন বাড়ছে। নতুন চাকরি তৈরিও হচ্ছে না কোথাও। এই আগুনে ঘি দিচ্ছে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্কট।”আন্দোলনকারী সংগঠনগুলি ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’-এর একটি রিপোর্টও হাতিয়ার করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, এ বছর অক্টোবরে দেশের বেকারত্বের হার বেড়েছে ৬.৯ শতাংশ। অন্তত তিন কোটি যুবক চাকরিহীন অবস্থায় রয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। তবে এই রিপোর্ট অস্বীকার করেছে কেন্দ্র।