কোকরাঝাড়ে আরও চার প্ৰার্থীর মনোনয়নপত্ৰ দাখিল

কোকরাঝাড়ঃ ৫নং কোকরাঝাড় লোকসভা(সংরক্ষিত)আসনের নির্বাচনের জন্য বুধবার চারজন প্ৰার্থী তাঁদের মনোনয়নপত্ৰ জমা দিয়েছেন। এই চারজন হলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্ৰেসের(আইএনসি)শব্দরাম রাভা,ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল(ইউপিপিএল)-এর উর্খাও গৌরা ব্ৰহ্ম,পূর্বাঞ্চল জনতা পার্টির(সেকুলার)(পিজেপি-এস)এর চরণ ইশ্বরী এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্ৰেসের(এআইটিসি)কমলাকান্ত দৈমারি।
বুধবার বিকেল ৩টে পর্যন্ত এই কেন্দ্ৰে মোট ৮ জন প্ৰার্থী মনোনয়নপত্ৰ দাখিল করেছেন। তৃতীয় দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের আজই শেষ দিন। এই কেন্দ্ৰে আগামি ২৩ এপ্ৰিল তৃতীয় দফায় নির্বাচন হচ্ছে। ইউপিপিএল প্ৰার্থী মনোনয়নপত্ৰ দাখিলের আগে নতুন উড়াল সেতু থেকে একটি বিশাল মিছিল করে গিয়ে জেলাশাসক তথা রিটার্নিং অফিসার পার্থপ্ৰতিম মজুমদারের কাছে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেন। তাঁর সঙ্গে ছিলেন প্ৰায় ১০ হাজার সমর্থক ও বিভিন্ন সংগঠনের নেতারা। আবসু সভাপতি প্ৰমোদ বোড়ো,এনডিএফবি-পি ও পিপলস জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বোড়োল্যান্ড মুভমেণ্টের নেতা ও অন্যান্যরা ব্ৰহ্মকে সঙ্গ দেন।
ওদিকে আইএনসি প্ৰার্থী শব্দরাম রাভার সঙ্গে ছিলেন প্ৰাক্তন মন্ত্ৰী পৃথিবী মাঝি,এপিসিসির সম্পাদক বিশ্বজিৎ রায় সহ তিন হাজার সমর্থক।