কোকরাঝাড়ে কোচ রাজবংশী সম্মিলনীর রেল অবরোধ,হিংসা,পুলিশের লাঠি,আহত ৯

কোকরাঝাড়ঃ সারা কোচ রাজবংশী সম্মিলনীর(একেআরএস)আট ঘণ্টাব্যাপী রেল অবরোধকালে সোমবার কোকরাঝাড়ে হিংসাত্মক ঘটনায় ৫ নিরাপত্তা কর্মী সহ কমপক্ষে ন’জন ব্যক্তি আহত হন। বেশ কিছু যানবাহনের ক্ষতি হয়। অবরোধের প্ৰতি সমর্থন জানায় সারা কোচ রাজবংশী ছাত্ৰ সংস্থা(একেআরএসইউ)।
প্ৰতিবাদকারীরা চৌতারা রেলস্টেশন লাইন অবরোধ করে। পিকেটারদের রেললাইন থেকে সরে যাওয়ার জন্য বলা হয় পুলিশের তরফে। কিন্তু অবরোধ তুলে নিতে অস্বীকার করে তারা মারমুখী হয়ে উঠে। কোকরাঝাড়ের পুলিশ সুপার রাজেন সিং বলেন,প্ৰতিবাদকারীরা কোকরাঝাড়ের পুলিশ সুপার(সিকিউরিটি)কমলা গুপ্ত,এডিসি,ম্যাজিস্ট্ৰেট এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়।
পরে নিরাপত্তারক্ষীদের ওপর প্ৰতিবাদকারীরা পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশের কয়েকটি গাড়িরও ক্ষতি করে তারা। এরপরই পুলিশ পিকেটারদের ছত্ৰখান করতে শূন্যে গুলি চালায় এবং লাঠি চার্জ করে।
পুলিশ ১৮ জন পিকেটারকে গ্ৰেপ্তার করেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে। পৃথক কমতাপুর রাজ্য গঠন,তফশিলি উপজাতির মর্যাদা ও অন্যান্য দাবিতে কোচ রাজবংশী সম্মিলনী রেল অবরোধের ডাক দিয়েছিল।