ক্যাব-এর প্ৰতিবাদে ভোটদানে বিরত থাকলেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্লকুমার মহন্ত ও পত্নী জয়শ্ৰী

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-এর প্ৰতিবাদ স্বরূপ অসম গণ পরিষদের প্ৰতিষ্ঠাতা সভাপতি তথা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্লকুমার মহন্ত বৃহস্পতিবার ভোটদানে বিরত থাকেন। গতকালই দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় রাজ্যের পাঁচ কেন্দ্ৰে।
অসমে ঐতিহাসিক বিদেশি বিতাড়ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মহন্ত। নগাঁও সংসদীয় কেন্দ্ৰের ভোটার তিনি। তাঁর ভোট কেন্দ্ৰ নগাঁও সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু মহন্ত নিজের ভোটাধিকার প্ৰয়োগ থেকে বিরত থেকেন। মহন্ত জায়া জয়শ্ৰী গোস্বামী মহন্তও একই ইস্যুতে এই কেন্দ্ৰে ভোট দেননি।
‘আমরা বরাবরই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধী এবং যারা ওই বিতর্কিত বিলটি সমর্থন করছে তাদের থেকে দূরে থাকতে জনগণকে আবেদন জানাচ্ছি আমরা। শাসক দল বিজেপি ঘোষণা করেছে ক্ষমতায় এলে তারা আবার ওই নাগরিকত্ব বিলটি আনবে। তাই এই বিল আনার যেকোনও প্ৰয়াস আমাদের ভেস্তে দিতে হবে’-বলেন মহন্ত। অগপ দল ফের বিজেপির সঙ্গে গাঁটছড়া বাধার প্ৰতিবাদে চলতি নির্বাচন প্ৰক্ৰিয়ায় অগপ-বিজেপি জোটের পক্ষে মহন্ত কোনও প্ৰচার অভি্যানে অংশ নেননি। চলতি বছরের জানুয়ারি মাসে নাগরিকত্ব বিলের প্ৰতিবাদে অগপ বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জোট থেকে বেরিয়ে এসেছিল। ওই সময় বিল বিরোধিতায় দলের দৃঢ় অবস্থানের প্ৰতি সাড়া দিয়ে অগপর তিন মন্ত্ৰী অতুল বরা,কেশব মহন্ত ও ফণীভূষণ চৌধুরী রাজ্য মন্ত্ৰিসভায় ইস্তফা দিয়েছিলেন।
কিন্তু লোকসভা নির্বাচনের আগে অগপ ফের এনডিএ জোটে ফিরে আসার সিদ্ধান্ত নেয়,বিজেপি-র সঙ্গে জোট গড়ে নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করার জন্য।
অন্যদিকে,মঙ্গলদৈ কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী ভুবনেশ্বর কলিতা গতকাল রঙিয়া ভোট কেন্দ্ৰে তাঁর ভোটাধিকার প্ৰয়োগ করতে পারেননি প্ৰথাগত গোলো্যোগের জন্য। মঙ্গলদৈ এবং গুয়াহাটি দুটো কেন্দ্ৰের ভোটার তালিকায় কলিতার নাম অন্তর্ভুক্ত রয়েছে। কলিতা মঙ্গলদৈ কেন্দ্ৰ থেকে নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তাঁর মনোনয়নপত্ৰের সঙ্গে গুয়াহাটি কেন্দ্ৰের ভোটার তালিকাটি গেঁথে দিয়েছিলেন। একজন ব্যক্তি শুধু একটা স্থানেই ভোটদান করতে পারেন,সেইহেতু রঙিয়ার প্ৰিসাইডিং অফিসার কলিতাকে মঙ্গলদৈ কেন্দ্ৰে তাঁর ভোটাধিকার প্ৰয়োগের অনুমতি দেননি। উল্টে প্ৰিসাইডিং অফিসার কলিতাকে গুয়াহাটি কেন্দ্ৰে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন।