Begin typing your search above and press return to search.

ক্যাব নিয়ে বিজেপি-র প্ৰস্তাবের নিন্দা নেসোর

ক্যাব নিয়ে বিজেপি-র প্ৰস্তাবের নিন্দা নেসোর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 April 2019 10:03 AM GMT

শিলং: উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)সোমবার ভারতীয় জনতা পার্টির(বিজেপি)লোকসভা নির্বাচনের ইস্তাহারটির নিন্দা করেছে। ওই ইস্তাহারে বিজেপি প্ৰতিশ্ৰুতি দিয়েছে ক্ষমতায় ফিরলে তারা নাগরিকত্ব সংশোধনী বিলটিকে আইনি রূপ দেবে।

‘নেসো এক বার্তায় স্ষ্স্ট করে জানিয়ে দিতে চায় যে আমাদের ভবিষ্যৎ প্ৰজন্মকে ঝুঁকির মুখে ঠেলে দিতে কাউকে আমল দেওয়া হবে না। ঘরোয়া এবং বাহ্যিক আগ্ৰাসন থেকে এই অঞ্চলের সুরক্ষায় ইস্যুটি নিয়ে আন্দোলন চলবে এবং তা প্ৰত্যাহার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’-নেসোর চেয়ারম্যান স্যামুয়েল জিরওয়া একথা বলেন।

জিরওয়া এটা স্মরণ করিয়ে দিয়ে বলেন,নাগরিকত্ব বিলটি রজ্যসভায় পাস করাতে ভারত সরকার সাম্প্ৰতিককালে যে চেষ্টা চালিয়েছিল তার বিরুদ্ধে গোটা উত্তর পূর্বাঞ্চল একজোট হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। নেসো বিজেপির ইস্তাহারে সন্নিবিষ্ট এই প্ৰস্তাবের জোর নিন্দা করে বলেছে,উত্তর পূর্বের বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণের প্ৰতি এই সরকারের যে কোনও ভ্ৰুক্ষেপ সেই সেটা আবার স্পষ্টভাবে ফুটে উঠল। বিজেপির এই প্ৰস্তাব নিজেদের মাটিতেই আমাদের সংখ্যালঘুতে পরিণত করার প্ৰয়াস বই কিছু নয়-বলেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম