ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বিশ্ব চ্যাম্পিয়ন ভারোত্তোলক মীরাবাই চানু মর্যাদাসম্পন্ন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। কেন্দ্ৰীয় ক্ৰীড়া মন্ত্ৰক বৃহস্পতিবার এই নির্বাচনের কথা ঘোষণা করেছে। আগামি ২৫ সেপ্টেম্বর মর্যাদাসম্পন্ন এই পুরস্কার তাঁদের হাতে তুলে দেওয়া হবে। খেলরত্নের পাশাপাশি এদিন অর্জুন-পুরস্কারও দেওয়া হবে নির্বাচিত অন্যান্য খেলোয়াড়দের।
অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিতরা হলেন নীরজ চোপড়া(জেভেলিন),সতীশ কুমার(বক্সিং),স্মৃতি মান্দহানা(ক্ৰিকেট),শুভঙ্কর শর্মা(গলফ),মনপ্ৰীত সিং,সবিতা(হকি),রবি রাঠোর(পোলো),রাহি সরনোবত,অঙ্কুর মিত্তাল,শ্ৰেয়াসী সিং(শুটিং),মনিকা বাত্ৰা,জি সাথিয়ান(টেবিল টেনিস),রোহন বোপান্না(টেনিস),সুমিত(কুস্তি),পূজা কেডিমান(উসু),অঙ্কুর ধামা(প্যারা অ্যাথলেটিক্স),মনোজ সরকার(প্যারা-ব্যাডমিন্টন)।
দ্ৰোণাচার্য পুরস্কার পাচ্ছেন সি এ কুটাপ্পা(বক্সিং),বিজয় শর্মা(ভারোত্তোলন),এ শ্ৰীনিবাসা রাও(টেবিল টেনিস),সুখদেব সিং পান্নু(অ্যাথলেটিক্স),ক্লেরেন্স লবো(হকি,লাইফটাইম),তারক সিনহা(ক্ৰিকেট লাইফটাইম),জিওয়ান কুমার শর্মা(জুডো,লাইফটাইম),ভি আর বিডু(অ্যাথলেটিক্স লাইফটাইম)।
ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেনঃ সত্যদেব প্ৰসাদ(তিরন্দাজি),ভারত কুমার ছেত্ৰি(হকি),ববি আলয়সিয়াস(অ্যাথলেটিক্স),চাওগেল ডাডু দত্তাত্ৰেয়(কুস্তি)। অসমের হিমা দাস হচ্ছেন পঞ্চম অসমিয়া যিনি অর্জুন পুরস্কার পাচ্ছেন।