ওদালগুড়িতে গণবণ্টনের(পিডিএস)গম কেলেংকারিতে জড়িত অভিযোগে বিআইইও রবিবার পবন আগরওয়ালা নামের এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। উল্লেখ্য,জেলার ৪টি ফ্লোরমিলে আসা ১.৩লক্ষ কুইণ্টেল গম ভাঙানোর পর ৯টি সমবায়কে বণ্টন করার কথা ছিল। কিন্তু আগরওয়ালা সেগুলি খোলা বাজারে বিক্ৰি করেছেন বলে অভিযোগ।
Begin typing your search above and press return to search.