Begin typing your search above and press return to search.
গণেশ চতুর্থী পালিত রাজ্যের বিভিন্ন প্ৰান্তে

গুয়াহাটিঃ আজ গণেশ চতুর্থী। অন্যান্য বছরের মত এবার গুয়াহাটি মহানগরী ও আশ পাশ অঞ্চলে গণেশ চতুর্থী পালন করা হচ্ছে মহা ধুমধামের সঙ্গে। মগানগরীর আটগাঁও পূজা কমিটি আজ শ্ৰী আটগাঁও গণেশ মন্দির চত্বরে গণেশ পুজোর আয়োজন করেছে। এ উপলক্ষে পূজা অর্চনা,অভিষেক ও মহা আরতির আয়োজন করা হয়েছে। নাম কীর্তন ভজন এবং নৃত্য নাটিকারও আয়োজন করেছে পুজো কমিটি। শহরের অন্যান্য গণেশ মন্দিরেও এদিন পূজাপাঠ নাম সংকীর্তনের আয়োজন করা হয়।
Next Story