গুয়াহাটিঃ বিশিষ্ট লেখক,রাজনৈতিক বিশ্লেষক,বুদ্ধিজীবী কর্নেল মনোরঞ্জন গোস্বামীর নশ্বর দেহ গুয়াহাটিতে এসে পৌঁছেছে। গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় গুয়াহাটির লালগণেশ স্থিত নিজের বাড়িতে। পিতার মৃতদেহ নিয়ে আসেন বিশিষ্ট সাংবাদিক তথা রিপাব্লিক টিভি-র মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী সহ পরিবারের লোকেরা।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্ৰাপ্ত সেনা আধিকারিক,কলম লিখিয়ে তথা দেশের খ্যাতিমান সাংবাদিক অর্ণব গোস্বামীর পিতা কর্নেল মনোরঞ্জন গোস্বামী বৃহস্পতিবার মাঝ রাত ১২.৪৫ মিনিটে মুম্বইয়ে একটি বেসরকারি চিকিৎসালয়ে মারা যান।
বরঝাড় বিমানবন্দরে প্ৰয়াত গোস্বামীর প্ৰতি শ্ৰদ্ধা জানান জেলা প্ৰশাসন ও পুলিশ কমিশনার। আজ বিকেলে ভূতনাথ শ্মশানে মনোরঞ্জন গোস্বামীর অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে। প্ৰয়াত গোস্বামী বিজেপি-র একজন সদস্য ছিলেন এবং ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে মর্যাদাসম্পন্ন গুয়াহাটি কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী হিসেবে প্ৰতিদ্বন্দ্বিতা করে কংগ্ৰেস প্ৰার্থী ভুবনেশ্বর কলিতার কাছে হেরে গিয়েছিলেন।