গুয়াহাটি রাজ্য চিড়িয়াখানায় ক্যানাইন ডিসটেম্পার রোগে আক্ৰান্ত জীবজন্তু,প্ৰতিষেধক টিকার কাজ চলছে

গুয়াহাটিঃ গুয়াহাটির অসম রাজ্য চিড়ইয়াখানা তথা বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন প্ৰজাতির জীবজন্তু ক্যানাইন ডিসটেম্পার নামে একধরনের রোগে আক্ৰান্ত হচ্ছে। ইতিমধ্যেই এই রোগে চিড়িয়াখানায় ৮টি শিয়াল,একটি হিমালয়ান শকুনের মৃত্যু হয়েছে। বিভিন্ন প্ৰজাতির পশুপাখিও এই রোগের জীবাণুতে আক্ৰান্ত হচ্ছে। তবে রোগ সংক্ৰমণ প্ৰতিরোধে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই ব্যবস্থা গ্ৰহণ করেছেন। চিড়িয়াখানার একটি সূত্ৰ জানিয়েছে শিয়াল,বাঘ,সিংহ.হায়েনা সহ প্ৰাপ্ত বয়স্ক জীবজন্তুর মধ্যে রোগের জীবাণু ছড়িয়েছে। ‘তবে চিড়িয়াখানার অন্যান্য জীবজন্তুর মধ্যে রোগ সংক্ৰমণ ঠেকাতে আমরা আমেরিকা থেকে প্ৰতিষেধক টিকা আনিয়েছি। মঙ্গলবার সকাল থেকে জীবজন্তুদের প্ৰতিষেধক টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে’-বলেন চিড়িয়াখানার জনৈক কর্মকর্তা।
এদিকে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার চিড়িয়াখানায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি দেখে আসেন। তিনি ভেটেরিনারিয়ান্স,প্ৰাণী বিশেষজ্ঞ,বরিষ্ঠ অফিসার ও চিড়িয়াখানা কর্তৃপক্ষর সঙ্গেও আলোচনা করেছেন। প্ৰতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্ৰী চিড়িয়াখানার সব জীবজন্তুকে প্ৰতিষেধক টিকা দেওয়ার নির্দেশ দেন।