Begin typing your search above and press return to search.

গুয়াহাটি সহ গোটা রাজ্যে পালিত মহা শিবরাত্ৰি

গুয়াহাটি সহ গোটা রাজ্যে পালিত মহা শিবরাত্ৰি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 March 2019 11:54 AM GMT

গুয়াহাটিঃ মহানগরী গুয়াহাটি সহ রাজ্যের সব অঞ্চলে সোমবার বেদ মন্ত্ৰ উচ্চারণের মাধ্যমে পালিত হলো মহা শিবরাত্ৰি। প্ৰতিবছরই ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে শিবরাত্ৰি পালিত হয়ে আসছে। এদিন বিভিন্ন শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে। অন্ধকার,অজ্ঞতাকে এড়িয়ে আলোর পথ অনুসরণই শিবরাত্ৰি উৎসব পালনের মূল উদ্দেশ্য। চতুর্দশী তিথি দীর্ঘ হওয়ায় অনেকে আজও বিভিন্ন মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন।

মহানগরী গুয়াহাটিতে সোমবার সকাল থেকে সাজিয়ে তোলা হয় শিব মন্দিরগুলি। ভক্তরা সারা দিন উপবাস ব্ৰত পালন করে রাতে মন্দিরে গিয়ে বিভিন্ন উপাচারে শিব বন্দনা করেন। এদিন মহানগরীর উমানন্দ,শুক্ৰেশ্বর ও লঙ্কেশ্বর শিব মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। ভক্তরা ধূপ,ধুনো ও প্ৰদীপ জ্বালিয়ে শিবের চরণে প্ৰার্থনা জানান। শিবের মাথায় দুধ ও জল ঢেলে এবং ধুতরা ফুল ও বেলপাতা ছড়িয়ে দিয়ে প্ৰার্থনায় অংশ নেন ভক্তরা। সকাল থেকেই বিভিন্ন মন্দির প্ৰাঙ্গণ মুখরিত ছিল ওম শিব ধ্বনিতে। উমানন্দে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো।

অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগ ব্ৰহ্মপুত্ৰের বুকে থাকা উমানন্দ দ্বীপে যাতায়াতের জন্য বিশেষ ফেরির ব্যবস্থা করেছিল। ওদিকে শিবসাগরের ইতিহাস প্ৰসিদ্ধ শিবদৌলেও মহাধুমধামে শিবরাত্ৰি পালনের খবর পাওয়া গিয়েছে। তেজপুরের ইতিহাস প্ৰসিদ্ধ মহাভৈরব মন্দিরেও শিবরাত্ৰি উপলক্ষে ভক্তদের ঢল নামতে দেখা গিয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম