সামুদ্ৰিক ঘূর্ণিঝড় ‘তিতলি’র দাপটে ওড়িশার তিন জেলায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। তবে ঘূর্ণিপ্ৰবাহে এখনও পর্যন্ত প্ৰাণহানির কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ধেয়ে আসা ওই ঝড়ে রাজ্যের গঞ্জাম ও গজপতি জেলায় প্ৰচুর গাছপাল ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ক্ষতি হয়েছে অনেক বাড়ির। ওড়িশা এবং পড়শি রাজ্য অন্ধ্ৰপ্ৰদেশে লাল সঙ্কেত জারি করা হয়েছে। তিতলির সঙ্গে আকাশ ভেঙে নেমে আসে জোর বৃষ্টি। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার বেশ ক্ষতি হয়।
টেলিফোন ও বিদ্যুতের খুঁটিতে গাছ ভেঙে পড়ায় পথে সৃষ্টি হয় অবরোধের। তবে সড়কগুলিতে গাছপালা সরানোর কাজ চলছে। বিশেষ ত্ৰাণ কমিশনার সিপি শোঠি বলেছেন,বড় ধরনের কোনও ক্ষতি বা প্ৰাণহানির খবর পাওয়া যায়নি। গঞ্জাম এবং গজপতি জেলায় কিছু ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন,রাজ্যের আটটি জেলা গঞ্জাম,গজপতি,খুরদা,পুরি,জগৎসিংপুর,কেন্দ্ৰপাড়া,ভদ্ৰক ও বালাশোরের ওপর দিয়ে বয়ে গেছে এই ঝড়।