চরাইদেউ মইদাম দখল মুক্ত করতে প্ৰশাসনকে ২৪ ঘণ্টা সময় দিল ছাত্ৰ সংগঠনগুলি

গুয়াহাটিঃ ঐতিহাসিক চরাইদেউ মইদাম থেকে দখলদারদের উচ্ছেদ করার জন্য স্থানীয় প্ৰশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে জেলার প্ৰথম সারির বিভিন্ন ছাত্ৰ সংগঠন। ছাত্ৰ সংগঠনগুলি এই হুমকিও দিয়েছে,বেঁধে দেওয়া সময়ের মধ্যে মইদাম এলাকা থেকে দখলদারদের উচ্ছেদ করা না হলে তারাই একাজে নেমে পড়বে।
চরাইদেউ মইদাম ও নিকটবর্তী ধর্মীয় স্থানগুলির বিস্তীর্ণ এলাকা কব্জা করে রেখেছে দখলরাররা। সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),সারা তাই আহোম ছাত্ৰ সংস্থা(আটাসু),অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(অজাযুছাপ)এই অভিযোগ এনে উল্লেখ করেছে যে,উপর্যুপরি সরকার ক্ষমতায় এলেও অবৈধ দখলদারদের কবল থেকে ঐতিহাসিক স্থানগুলি মুক্ত করতে ব্যর্থ হয়েছে। আটাসুর চরাইদেউ জেলা কমিটির সভাপতি দিগন্ত চাংমাই বলেন,বেসরকারি কিছু কোম্পানি চরাইদেউ-এর বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। শিবসাগর শহর থেকে মাত্ৰ ৩০ কিলোমিটার দূরে চরাইদেউ ।
২০১৫ সালের ১৫ আগস্ট চরাইদেউকে অসমের নতুন জেলা ঘোষণা করা হয়েছিল। চাংমাই বলেন,দার্জিলিং টি কোম্পানির মালিকাধীন চরাইদেউ পর্বত টি গার্ডেন মইদামের জমি দখল করে ওখানে চা গাছ লাগিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এব্যাপারে চরাইদেউর জেলাশাসক বিবেকানন্দ ফুকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভের একটি দল মইদামের জমি জরিপ করছে এবং ওই এলাকার মানচিত্ৰ প্ৰস্তুত করা হছে। আমরা ম্যাপ হাতে পাওয়ার পরই চরাইদেউর প্ৰকৃত এলাকা সম্পর্কে জানতে পারবো’-বলেন ফুকন।