মুম্বইঃ চলচ্চিত্ৰ নির্মাতা এবং চিত্ৰনাট্য লেখিকা তথা ড.ভূপেন হাজরিকার ঘনিষ্ঠ সহযোগী কল্পনা লাজমি রবিবার ভোর ৪.৩০ মিনিটে মারা গেছেন। কিংবদন্তি শিল্পী গুরু দত্তের ভ্ৰাতুষ্পুত্ৰী ছিলেন কল্পনা লাজমি। ‘রুদালি’,‘দমন’,একপল,চিনগারি-র মতো নারীবাদী ছবি করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। লাজমির মুখপাত্ৰ পারুল চাওলা একথা জানান। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। গত মঙ্গলবার থেকে তিনি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন। কিডনি সংক্ৰান্ত রোগে ভুগছিলেন তিনি। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ,অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল তাঁর মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করেন। শোক ব্যক্ত করেছেন হানসাল মেহতা,নন্দিতা দাস,সোনি রাজদান ও রবিনা টেন্ডন প্ৰমুখ। ওসিওয়ারা শ্মশানে রবিবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
Begin typing your search above and press return to search.