গুয়াহাটিঃ সারা অসম মোটর পরিবহণ সংস্থার ডাকা ২৪ ঘণ্টা চাকা বনধে সোমবার রাজ্যে বিশেষ করে গুয়াহাটির স্বাভাবিক জীবন পঙ্গু হয়ে পড়ে। এদিন বেসরকারি বাস,ট্যাক্সি,অটো ইত্যাদি পথে নামেনি। তবে এএসটিসি-র বাস সেবা অব্যাহত থাকায় নিত্য যাত্ৰীরা কিছুটা স্বস্তি পান।
Begin typing your search above and press return to search.