গুয়াহাটিঃ আন্তর্জাতিক সীমান্তে চিনের দিকে মিলিন সেকশনে ব্ৰহ্মপুত্ৰ/ইয়ারলুং জাংবো নদীর মেনস্ট্ৰিমে ভূস্খলনের ফলে অবরোধের সৃষ্টি হওয়ায় সম্ভাব্য বন্যার আশঙ্কায় অসমে হাই এলার্ট জারি করা হয়েছে। ভূমিস্খলনের ফলে অবরোধের সৃষ্টি হওয়ায় ওই এলাকায় কৃত্ৰিম হ্ৰদের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। ওই হ্ৰদে কোনও রকম প্ৰতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে যেকোনও সময় শিয়াং এবং ব্ৰহ্মপুত্ৰের ডাউনস্ট্ৰিমে ব্যাপক বন্যার সৃষ্টি হতে পারে বলে আঁচ করা হচ্ছে।
এদিকে অসম জল সম্পদ বিভাগের একটি সূত্ৰ শুক্ৰবার দ্য সেন্টিনেলকে বলেছে,চিনের দিকে নদীতে কৃত্ৰিম হ্ৰদ সৃষ্টির ফলে সম্ভাব্য বন্যার আশঙ্কায় কেন্দ্ৰীয় জল কমিশনের(সিডব্লিউসি)কাছ থেকে খবর পেয়ে রাজ্যের সব জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। অসম সরকার সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় সিডব্লিউসি এবং অরুণাচল প্ৰদেশ সরকারের সঙ্গে ঘনঘন যোগাযোগ রক্ষা করে চলেছে। জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার অরুণ দেব শর্মা সেন্টিনেলকে বলেন,‘আমরা বিভিন্ন স্থানে ব্ৰহ্মপুত্ৰের জলপৃষ্ঠের দিকে তীক্ষ্ণ নজর রাখছি। তবে এই মুহূর্তে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই’-বলেন তিনি। ওদিকে অরুণাচল প্ৰদেশের শিয়াং জেলার জেলাশাসক শিয়াং নদীতে না যেতে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন। বর্তমানে শিয়াঙে তেমন জলস্ফীতি নেই। কোথাও কোথাও জল শুকিয়ে গেছে।