Begin typing your search above and press return to search.

চোরাশিকারি গ্ৰেপ্তার,উদ্ধার অস্ত্ৰ ও গোলা বারুদ

চোরাশিকারি গ্ৰেপ্তার,উদ্ধার অস্ত্ৰ ও গোলা বারুদ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Feb 2019 1:08 PM GMT

মঙ্গলদৈঃ দরং পুলিশ মণিপুরের এক কট্টর ও কুখ্যাত চোরাশিকারিকে গ্ৰেপ্তার করেছে। ধৃত চোরাশিকারির কাছ থেকে একটি ৩০৩ রাইফেল এবং বেশকিছু গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। বিশ্বস্ত সূত্ৰে পাওয়া এক খবরের ভিত্তিতে দলগাঁও থানার অধীন শিলবরি চৌকির একটি পুলিশ দল ওরাং জাতীয় উদ্যান সংলগ্ন ধনশিরি নদী তীরবর্তী বেজামারি গ্ৰামে অভি্যানে নেমে তিন চোরাশিকারির মধ্যে একজনকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। ধৃত চোরাশিকারিকে সোলা গুইতে(৩০)নামে শনাক্ত হয়েছে। মণিপুরের চুড়াচাঁদপুর জেলার জেহাংলামকা থানার অধীন নিউ লামখা গ্ৰামের বাসিন্দা খাইয়া গুইতের ছেলে সোলা।

অন্য দুই চোরাশিকারি অন্ধকারের সু্যোগ নিয়ে পালিয়ে যায়। ধৃত চোরাশিকারির কাছ থেকে বস্ত্ৰ,ওষুধপত্ৰ ও অন্যান্য সামগ্ৰী থাকা একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

প্ৰাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কুখ্যাত এই চোরাশিকারি কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানে একটি গন্ডার হত্যা করেছিল। কিছুদিন আগে অগরাতলি রেঞ্জে আরও একটি গন্ডার নিধনের চেষ্টা করেছিল সে।

Next Story
সংবাদ শিরোনাম