নকশালদের লাগাতার হিংসা ও নাশকতামূলক কার্যকলাপে ছত্তিশগড়ের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। হিংসাশ্ৰয়ী কার্যকলাপের মাধ্যমে মাওবাদীরা বর্তমানে সংবাদ শিরোনামে উঠে আসছে। বৃহস্পতিবার নকশালরা সেন্ট্ৰাল ইন্ডাস্ট্ৰিয়াল সিকিউরিটি ফোর্সের(সিআইএসএফ)-এর একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। এরফলে একজন জওয়ান সহ চারজনের মৃত্যু হয়।
পুলিশের রিপোর্ট অনু্যায়ী,ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার বাচিলির কাছে একটি বাস লক্ষ্য করে নকশালরা আইইডি বিস্ফোরণ ঘটায়। বাজার থেকে চাল,ডাল ইত্যাদি কিনে জওয়ানরা যখন ক্যাম্পে ফিরছিলেন ওই সময়ই বিস্ফোরণটি ঘটানো হয়। ওই সময় বিস্ফোরণ স্থলে উপস্থিত দুজন পুলিশ কর্মী গুরুতর আহত হন। একজন মারা যান। বাসের চালক,কনডাক্টর ও ক্লিনার এই তিনজন অসামরিক ব্যক্তি বিস্ফোরণের শিকার হন। আইইডি বিস্ফোরণে নিহত জওয়ানটি সিআইএসএফ ইউনিটের।
কিছুদিন আগে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া এলাকায় দূরদর্শনের একজন চিত্ৰ সাংবাদিক নকশালদের গুলির শিকার হয়েছিলেন। ছত্তিশগড়ে আগামি সপ্তাহে দুদফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। প্ৰথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর এবং ২০ নভেম্বর হচ্ছে দ্বিতীয় দফার ভোট।