শিলং: কেন্দ্ৰীয় ভূতল পরিবহণ ও রাষ্ট্ৰীয় সড়ক দপ্তরের মন্ত্ৰী নীতিন গাড়করি বলেন,কেন্দ্ৰীয় সরকারের তহবিলে উত্তর পূর্বাঞ্চলে নির্মীয়মাণ সড়কগুলির কাজের অগ্ৰগতিতে তিনি খুশি। গাড়করি পাশাপাশি একথাও বলেন,সড়ক নির্মাণের ক্ষেত্ৰে জমি অধিগ্ৰহণ ও পরিবেশ বিভাগের ছাড়পত্ৰ এখনও বাধার সৃষ্টি করছে। তবে এই বাধাগুলি অতিক্ৰম করার জন্য উত্তরপূর্বের সব রাজ্যের মুখ্যমন্ত্ৰীদের বিশেষ দৃষ্টি দেওয়া প্ৰয়োজন বলে উল্লেখ করেন গাড়করি। কেন্দ্ৰীয় মন্ত্ৰী মঙ্গলবার শিলঙে কেন্দ্ৰের তহবিলে উত্তর পূর্বাঞ্চলে নির্মীয়মাণ সড়কগুলির কাজের অগ্ৰগতি সম্পর্কে পর্যালোচনা করার পর সাংবাদিকদের কথাগুলি বলেন।
গাড়করি বলেন,পরিবেশগত ইস্যুটি জাতীয় পর্যায়ে মোকাবিলা করা যেতে পারে। তবে উন্নত যোগাযোগ ব্যবস্থাকে বাস্তব রূপ দিতে রাজ্য সরকারগুলিকেই নিজেদের ক্ষমতা অনু্যায়ী কার্যকরী ভূমিকা নিতে হবে। ‘আমরা অনেকগুলো সড়ক প্ৰকল্প অনুমোদন করেছি,কিন্তু জমি অধিগ্ৰহণের বিষয়টি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে’-বলেন গাড়করি।