ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তায় চলতি ১৮তম এশিয়ান গেমসে প্ৰতিনিধিত্ব করছেন পাঁচ উদ্যমী অসম কন্যা। এঁদের বয়স ১৮ থেকে ২৮ এর মধ্যে। এই পাঁচ অসম তনয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্ৰকাশিত হওয়ার পর ক্ৰীড়াপ্ৰেমীদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়েছে। এশিয়াডে অংশ নেওয়া এই পাঁচ তরুণী হলেন অস্মিতা চলিহা(ব্যাডমিন্টন),প্ৰমীলা দৈমারি(তিরন্দাজি),কবিতা দেবী(ফেন্সিং),রুদালি বরুয়া(টায়েকোয়ান্ড)এবং হিমা দাস(অ্যাথলেটিক্স)। অসম সরকারের ক্ৰীড়া ও যুব কল্যাণ বিভাগের সঞ্চালক পবিত্ৰ রাম খাউন্ড বলেন,সম্ভবত এই প্ৰথম অসম থেকে একটা বড়সড় দল এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। এই দলে রাজ্যের পাঁচটি মেয়ে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি বাস্তবিকই প্ৰশংসার দাবি রাখে। খাউন্ড আরও বলেন,গত কয়েক বছরে ক্ৰীড়াক্ষেত্ৰে অসমের প্ৰভূত উন্নতি হয়েছে। আগের তুলনায় এখন অনেকেই খেলাধুলোকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন।
অস্মিতার(১৮)আজই ম্যাচ আছে। প্ৰমীলা দৈমারি(২১)২৩ আগস্ট প্ৰতিযোগিতায় নামবেন। কবিতা দেবীর(ফেন্সিং)২১ আগস্ট প্ৰথম ম্যাচ। রুদালি বরুয়া ২১ আগস্ট টায়েকোয়ান্ড প্ৰতিযোগিতায় নামবেন। অসমের স্প্ৰিন্ট কুইন হিমা দাস(১৮)ফিনল্যান্ডের টেম্পারেতে ২০ অনূর্ধ্ব আইএএএফ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে ব্যাপক সাড়া ফেলে দেন। হিমা ২০০ ও ৪০০ মিটার দৌড়ে অংশ নেবেন। অসমের একমাত্ৰ ছেলে শিব থাপা জাকার্তায় প্ৰতিদ্বন্দ্বিতায় নামছেন।