মরিগাঁও জেলার জাগিরোডের বাঘজাপে ঘটেছে আত্মহত্যার এক ঘটনা। নিজেরই সার্ভিস রাইফেল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার পথ বেছে নেন একজন পুলিশ কনস্টেবল। মৃত কনস্টেবল নগাঁও জেলার বিরহিগাঁওয়ের বাসিন্দা ঘনকান্ত বরা বলে জানা গেছে। বাঘজাপ বিদ্যুৎ সাব সেন্টারের আবাসে ঘটেছে এই ঘটনা। মরিগাঁও জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। মৃতদেহটি ইতিমধ্যেই মরণোত্তর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Begin typing your search above and press return to search.