Begin typing your search above and press return to search.
জামশেদপুরের সঙ্গে ম্যাচ ড্ৰ করলো বেঙ্গালুরু

যথেষ্ট শক্তিশালী বেঙ্গালুরু এফসি দলকে ঘরের মাঠেই ম্যাচ ড্ৰ করতে বাধ্য করাল জামশেদপুর এফসি। ভারতীয় জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্ৰির উপস্থিতিতে ঘরের দর্শকদের সামনে ফেবারিট হিসেবে অবতীর্ণ হয়েছিল যদিও জামশেদপুর ম্যাচ ড্ৰ খেলতে বাধ্য করে।
ম্যাচের প্ৰথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার মুহূর্তে ৪৫ মিনিটে নিচু কুমার সুন্দর গোল করে বেঙ্গালুরকে অগ্ৰগতি এনে দেন। দ্বিতীয়ার্ধে উভয় দল আক্ৰমণাত্মক হয়ে ওঠে। খোলার ৮১ মিনিটে গৌরব মুখি জামশেদপুরের হয়ে সমতা ফিরিয়ে আনেন।
৮৮ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্ৰী দর্শনীয় হেডারে গোল করে ফের দলকে এগিয়ে নিয়ে যান। সুনিশ্চিত জয়ের পথে বেঙ্গালুরু এগিয়ে গেলেও ৯৪ মিনিটে জামশেদপুরের সার্জিও কিডনমাই অপূর্ব একটা গোল করে বেঙ্গালুরুর আশায় ঠাণ্ডা জল ঢেলে দেন। টান টান উত্তেজনার মধ্য দিয়ে ড্ৰ হয় ম্যাচ।
Next Story