নয়াদিল্লিঃ পেট্ৰোল ও ডিজেলের আবগারি শুল্ক গত সপ্তাহে কর্তন করার পরও জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি অর্থমন্ত্ৰী অরুণ জেটলি এবং পেট্ৰোলিয়াম মন্ত্ৰী ধর্মেন্দ্ৰ প্ৰধানের সঙ্গে শুক্ৰবার দিল্লিতে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। এদিন প্ৰধানমন্ত্ৰী শুধু পেট্ৰোলিয়াম ইস্যু নিয়েই মন্ত্ৰীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে।
জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে জেটলির সঙ্গে আলোচনা করলেন প্ৰধানমন্ত্ৰী

Next Story