গুয়াহাটিঃ সারা অসম আইনজীবী সংস্থা(এএএলএ)ঝংকার শইকিয়া সহ অভিজিৎ,নীলোৎপল হত্যাকাণ্ডের বিচার ফাস্টট্ৰ্যাক কোর্টে দ্ৰুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে। এএএলএ-র সাধারণ সম্পাদক দীপক কুমার দাস সাংবাদিকদের বলেন,এই দুটি চাঞ্চল্যকর মামলার বিচার ফাস্টট্ৰ্যাক কোর্টে না হলে তারা গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হবে। দোষী যাতে কোনওভাবেই জামিনে মুক্তি না পায় তারজন্য সংস্থা মামলার তদন্তকারী অফিসারকে ৯০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছে।
ঝংকার,অভিজিৎ,লীনোৎপল হত্যার বিচার ফাস্টট্ৰ্যাক কোর্টে করার দাবি

Next Story