ডকমকা কাণ্ডে প্ৰচার মাধ্যমের ভূমিকা নিয়ে রবিবার খানাপাড়াস্থিত রিজিওনাল সায়েন্স সেন্টারে এক রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ প্ৰধান কুলধর শইকিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনাটি পরিচালনা করেন প্ৰবীণ সাংবাদিক মৃণাল তালুকদার। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক বার্তা প্ৰচারই ডকমকা কাণ্ডে ইন্ধন জুগিয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। সমাজ বিজ্ঞানী,শিক্ষাবিদ,সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ায় গুজব ও বিদ্বেষমূলক প্ৰচার রোখার কথা বলে ইতিবাচক,গঠনমূলক খবর প্ৰচারে গুরুত্ব দেন। প্ৰচার মাধ্যমকে আত্মবিশ্লেষণের কথা বলেন তালুকদার।
Begin typing your search above and press return to search.