ডিগবয়ঃ ডিগবয়ের ১নং বরবিল ঠাকুরবাড়ি মন্দিরের কাছে আজ দুপুর দুটো নাগাদ ভয়ঙ্কর আগুন লাগে। প্ৰাপ্ত খবরে জানা গেছে,আগুনে দুটো গাড়ি,একটি মোটর সাইকেল সহ বেশকটি দোকান পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে।
পরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের(আইওসিএল)দুটো দমকল ইঞ্জিন আগুন বাগে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে। অগ্নিকাণ্ড সম্পর্কে তদন্তের কাজ চলছে।