Begin typing your search above and press return to search.

ডিব্ৰুগড়ে ইউ কো ব্যাংকের তিন গ্ৰাহকের অ্যাকাউণ্ট থেকে ৩৫ লক্ষেরও বেশি টাকা লোপাট

ডিব্ৰুগড়ে ইউ কো ব্যাংকের তিন গ্ৰাহকের অ্যাকাউণ্ট থেকে ৩৫ লক্ষেরও বেশি টাকা লোপাট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 Oct 2018 10:41 AM GMT

ব্যাংকে রাখা আপনার সঞ্চিত অর্থ কতটা নিরাপদ তা নিয়েই ঘনঘন প্ৰশ্ন উঠছে। ডিব্ৰুগড়ের ইউ কো ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোপাট হওয়ার ঘটনায় গ্ৰাহকদের মধ্যে রীতিমতো আলোড়নের সৃষ্টি হয়েছে। রিপোর্টে প্ৰকাশ,ইউ কো ব্যাংকের ডিব্ৰুগড় শাখায় থাকা কৃষান গারোডিয়ার অ্যাকাউণ্ট থেকে ১৫ লক্ষ,কানৈ কলেজের প্ৰাক্তন অধ্যাপক মদন মোহন গোস্বামীর ১০ লক্ষ ৮০ হাজার এবং বিশ্বেশ্বর চক্তবর্তী নামে আরও এক গ্ৰাহকের অ্যাকাউণ্ট থেকে ৯ লক্ষ ৮০ হাজার টাকা কৌশলে লোপাট করে নেওয়ার ঘটনায় গ্ৰাহক সাধারণের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে।

মাত্ৰ ১২ দিনের মধ্যে তিন তিনজন গ্ৰাহকের অ্যাকাউন্ট থেকে চেকে জাল স্বাক্ষরের মাধ্যমে ৩৫ লক্ষেরও বেশি টাকা তুলে নিয়ে গেছে দুষ্ট চক্ৰ। মাত্ৰ আটদিনের মধ্যে এধরনের দুটো ঘটনা ঘটে যাওয়ার পরও ব্যাংক কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্ৰহণ করেননি। এর পরই গত ২৪ সেপ্টেম্বর ওই একই কৌশলে কৃষান গারোডিয়ার অ্যাকাউণ্ট থেকে ১৫ লক্ষ টাকা লোপাট হয় চেকের মাধ্যমে। এই ঘটনায় ভুক্তভোগী গ্ৰাহকরা প্ৰচণ্ড ক্ষুদ্ধ এবং তারা ডিব্ৰুগড় সদর থানায় একটি এজাহারও দাখিল করেছেন। তবে এখনও পর্যন্ত কোনও ব্যক্তিকে আটক বা গ্ৰেপ্তার করা সম্ভব হয়নি।

Next Story
সংবাদ শিরোনাম