সারা ভারত কংগ্ৰেস কমিটি,এপিসিসি-র ডাকে রাজ্যে ‘বিজেপি জোট সরকারের অপশাসনের’ দুবছর পূর্তিতে বুধবার প্ৰতারণা দিবস পালন করে ডিমা-হাসাও কংগ্ৰেস কমিটি। জেলার কংগ্ৰেস কর্মীরা জেলাশাসকের অফিসের সামনে গণবিক্ষোভ দেখায়। এব্যাপারে ব্যবস্থা নিতে তারা রাজ্যপালকে একটি স্মারকপত্ৰ দেয়।