Begin typing your search above and press return to search.

ডিমৌ বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে ৫ ব্যক্তি

ডিমৌ বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে ৫ ব্যক্তি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Nov 2018 8:19 AM GMT

ডিমৌঃ শিবসাগরের ডিমৌয়ে বৃহস্পতিবারের গ্ৰেনেড বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচ ব্যক্তিকে আটক করেছে। উল্লেখ্য,ডিমৌয়ে বৃহস্পতিবারের ওই বিস্ফোরণে ২ ব্যক্তির মৃত্যু হয়। এদিকে রাজ্যের বিদ্যুৎ প্ৰতিমন্ত্ৰী তপন গগৈ শুক্ৰবার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। একইসঙ্গে তিনি নিহতদের প্ৰত্যেক পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে এককালীন সাহায্য ঘোষণা করেন।

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে বিদ্যুৎ প্ৰতিমন্ত্ৰী গগৈ শুক্ৰবার ডিমৌয়ে পৌঁছে নিহতদের প্ৰত্যেক পরিবারের জন্য ঘোষণা করেন ওই এককালীন সাহা্য্যের কথা। সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন,এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে অপরাধীরা পার পাবে না। মন্ত্ৰীর সঙ্গে আলোচনাকালে মারোয়াড়ি সমাজ বলেছে ‘বর্তমান সরকারকে নিয়ে আমাদের অনেক আশা ছিল কিন্তু এখন আমাদের সেই আশা ও আস্থা এখন হারিয়ে গেচ্ছে। রাজ্য সরকার আমাদের ব্যবসায়ীদের রক্ষণাবেক্ষণ দিতে ব্যর্থ হয়েছে’।

বিস্ফোরণে নিহত কমল আগরওয়ালার মা সীতা আগরওয়ালাকে মন্ত্ৰীর সামনে আনা হলে তিনি আর্তনাদ করে বলেন,‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। কেন ওকে হত্যা করা হলো। আমি আলফার খোঁজে বেরোচ্ছি’।

Next Story
সংবাদ শিরোনাম