Begin typing your search above and press return to search.

ডুমডুমার সংবাদপত্ৰ বিক্ৰেতা প্ৰয়াত

ডুমডুমার সংবাদপত্ৰ বিক্ৰেতা প্ৰয়াত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 April 2019 12:51 PM GMT

ডুমডুমাঃ তিনসুকিয়া জেলার প্ৰথম সারির সংবাদপত্ৰ বিক্ৰেতা এবং মজুমদার বুক স্টলের মালিক হরিপদ মজুমদার সম্প্ৰতি তাঁর গোপীনাথ বরদলৈ রোডের বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁ বয়স হয়েছিল ৮৩। তিনি স্ত্ৰী,একপুত্ৰ ও এক কন্যাকে রেখে গেছেন। ক্যান্সারে ভুগছিলেন তিনি। তিনসুকিয়ায় জন্ম নেওয়া মজুমদার ১৯৫৮ সালে ডুমডুমায় আসেন এবং ১৯৮৫ সালে থেকে সংবাদপত্ৰের ব্যবসা শুরু করেন। অসমিয়া সংবাদপত্ৰের সার্কুলেশনে তিনি সাফল্যের নজির রেখেছেন। তাঁর মৃত্যুতে ডুমডুমা প্ৰেস ক্লাব,ডুমডুমা শাখা সাহিত্য সভা এবং ডুমডুমা সিনিয়র সিটিজেনস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন শোক প্ৰকাশ করেছে।

Next Story
সংবাদ শিরোনাম