লখিমপুরঃ ডিরেক্টরেট অফ সিডিউল কাস্ট ওয়েলফেয়ারে তফশিলিদের কল্যাণে বরাদ্দ তহবিল তছরুপের গুরুতর অভিযোগ করেছে এএজেওয়াইসিএস। সংগঠনের সভাপতি নৃপেন দাস ও সেক্ৰেটারি নিত্যানন্দ দাস বলেন,এরফলে তফশিলি মানুষ ক্ষতিগ্ৰস্ত হবেন। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য মুখ্যমন্ত্ৰীর কাছে দাবি জানান।
Begin typing your search above and press return to search.