গুয়াহাটিঃ ঘূর্ণিঝড় ‘গাজা’ শুক্ৰবার মাঝরাতে দক্ষিণী রাজ্য তামিলনাডুর দক্ষিণপ্ৰান্তের জেলাগুলির ওপর দিয়ে বয়ে যায়। নাগাপাট্টিনাম এবং ভেদরানয়ান-এর মধ্য দিয়ে বয়ে যায় এই ঝড়। ঝড়ে তামিলনাডুতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্ৰবল বাতাসের সঙ্গে নেমে আসে মুষলধারে বৃষ্টি। ঝড়ের ফলে বদ্বীপ অঞ্চলে ট্ৰেন চলাচল দারুণভাবে বিঘ্নিত হয়। তিনটি ট্ৰেন মাঝ রাস্তায় আটকে পড়ে। রামেশ্বরম-চেন্নাই এক্সপ্ৰেস তাঞ্জাভুরে আটকে রাখতে হয়। মেইলাদাথুরাই-তিরুচি প্যাসেঞ্জার ট্ৰেন থামিয়ে দেওয়া হয় কুম্ভকোনমে এবং তিরুচেনদুর-চেন্নাই এক্সপ্ৰেস আটকা পড়ে তাঞ্জাভুরের কাছে। আরও একটি ট্ৰেন মানারগুডি তিরুপতি এক্সপ্ৰেস আজ সকালে মানারগুডি থেকে ছাড়তেই পারেনি।
মেইলাদাথুরাই থেকে তিরুভারর এবং তিরুচি থেকে মেইলাদাথুরাই প্যাসেঞ্জার ট্ৰেনগুলির চলাচল আজ বাতিল করে দেওয়া হয়েছে। রেললাইনে গাছ ভেঙে পড়ায় তিরুচি-ইরোড প্যাসেঞ্জার ট্ৰেন তিরুচির কাছে এলামানুরে ২০ মিনিটের বেশি সময় আটকে থাকে। লাইন থেকে গাছ সরানোর পর ওই ট্ৰেনটি গন্তব্যে রওনা হয়। গাজা ঘূর্ণিঝড়ের জন্য স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে।