তিনসুকিয়ায় তেলির হয়ে প্ৰচারে কেন্দ্ৰীয় মন্ত্ৰী বাবুল সুপ্ৰিয়

তিনসুকিয়াঃ লোকসভা নির্বাচন দোর গোড়ায়। তাই রাজ্যের সর্বত্ৰ এখন নির্বাচনী হাওয়া বইছে। শাসক-বিরোধী সহ সব দলই ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনী প্ৰচারে। রাজ্যের শাসক দল বিজেপি তিনসুকিয়া শহরের তামুলবাড়িস্থিত শহিদ পিয়লি ফুকন খেলার মাঠে আজ দলের একটি নির্বাচনী সভার মাধ্যমে শুরু করে প্ৰচার অভিযান।
বিজেপির এই নির্বাচনী প্ৰচার সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্ৰীয় ভারী শিল্প দপ্তরের মন্ত্ৰী বাবুল সুপ্ৰিয়। সভায় অংশগ্ৰহণ করে কেন্দ্ৰীয় মন্ত্ৰী বাবুল সুপ্ৰিয়,ডিব্ৰুগড়ের দলীয় প্ৰার্থী রামেশ্বর তেলিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের প্ৰতি আহ্বান জানান।
নির্বাচনী প্ৰচারের ফাঁকে গান গেয়ে উপস্থিত জনসাধারণকে আপ্লুত করেন বাবুল সুপ্ৰিয়। রাজ্যের শিল্পমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি,ডিব্ৰুগড়ের বিধায়ক প্ৰশান্ত ফুকন,তিনসুকিয়ার বিধায়ক সঞ্জয় কিষান,বিজেপির রাজ্য সচিব পুলক গোঁহাই,দলের তিনসুকিয়া জেলা সভাপতি লখেশ্বর মরানের সঙ্গে বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।