তিন খানের মধ্যে সেরা সময় যাচ্ছে সলমন খানেরইঃ ভাইরাল বার্থডে ভিডিও

অনেক দিন ধরেই বলাবলি করছে বিশেষজ্ঞ মহল- আপাতত তিন খানের মধ্যে বলিউডে সেরা সময় যাচ্ছে সলমন খানেরই। একের পর এক ছবি তিনি সই করে চলেছেন। তার বেশির ভাগই হেসে-খেলে ১০০ কোটির উপরে বাণিজ্য করে লাভের মুখ দেখায় পরিচালক আর প্রযোজকদের। যেগুলো সেই অনুপাতে ব্যবসা করতে পারে না, সেগুলোও ছবি তৈরির টাকা ঠিকই তুলে আনে বক্স অফিস থেকে। ফলে, স্বাভাবিক ভাবেই এই নায়কের উপরে নিশ্চিন্তে টাকা লগ্নি করতে পারে বলিউড।কিন্তু সেই লগ্নির হিসেব-নিকেশ কোন জায়গায় যেতে পারে, সেই আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য খবরটা এ বার সংবাদমাধ্যমে চাউর করে দিলেন সুনীল গ্রোভার। সকলেরই এখন জানা- তিনি নায়কের সঙ্গে অভিনয় করছেন ভারত ছবিতে। সেই ছবিতে সলমনকে কেমন ভাবে চিনেছেন, সে কথা বলতে গিয়েই সত্যিটা ফাঁস করে দিয়েছেন সুনীল।
“সলমন খানের মতো এত কর্মব্যস্ত নায়ক আর হয় না। পাশাপাশি, উনি প্রচণ্ড নিয়মানুবর্তীও। সব কিছু ওঁর শিডিউল মেনে চলে। এই তো, ২০৩২ সালে কোন কোন ছবির শুটিং করবেন, সেগুলোর চিত্রনাট্যও এখন থেকেই শুনে ঠিক করে রাখছেন সলমন। আর যাই ঘটে যাক না কেন, শরীরচর্চায় তিনি কোনো দিন বিরতি দেন না। দিনে ঠিক ২ ঘণ্টা করে সময় কাটান জিমে”, জানিয়েছেন সুনীল। সত্যি অবিশ্বাস্য, না?
এ বারের বার্থডেটা যেন একটু বেশিই হ্যাপি! তার সঙ্গে যদিও সলমনখানের ৫৩ বছরে পা দেওয়ার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক রয়েছে অন্য জায়গায়। অন্য বার, জন্মদিনের সকালটাও শুটিং করেই কাটান নায়ক, এ বারটা সে নিয়মে দাঁড়ি দিয়েছেন। ২৬ ডিসেম্বর সকালেই দলবল নিয়ে চলে গিয়েছেন পনভেলের খামারবাড়িতে, সেখানে একদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে জন্মদিনের মোচ্ছব!জানা কথাই- ধীরে ধীরে জন্মদিনের অনেক ছবি আর ভিডিওই ভাইরাল হতে থাকবে! আপাতত স্রেফ ভাইরাল হয়েছে ভাগ্নে আহিলকে নিয়ে নায়কের জন্মদিনের কেক কাটার ভিডিও। দেখা যাচ্ছে, কেক পেয়ে বেশ খুশি সলমন। না হওয়ার কারণও নেই! কেন না, কেকের তলাটা যে তাঁরই অভিনীত নানা ছবির দৃশ্য দিয়ে সাজানো। ও দিকে, তিনি যখন কেক কাটছেন, লুলিয়া ভান্টুর গাইছেন হ্যাপি বার্থডে টু ইউ। এও কী আর কম পাওনা!এবং লুলিয়াকে গান গাইতে দেখেই ফের উঠেছে প্রশ্নটা- তাঁদের সম্পর্কের রসায়ন, ভবিষ্যতে বিয়ে ইত্যাদি আর কী। তা, নেহা ধুপিরায় চট শো-তে করণ জোহর কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন- কাকে বিয়ে করতে চলেছেন সলমন এবং তাও ২০১৯-এই! “আমি এটুকু নিশ্চিত যে কোনো মেয়েকে বিয়ে করছে না, বিয়ে করছে সাফল্যকে- পর পর হিট দেবে বক্স অফিসে”, দাবি করণের!