Begin typing your search above and press return to search.

তেজপুরকে তিলোত্তমা রূপে সাজাতে এডুপুর সোসাইটির অনবদ্য প্ৰয়াস

তেজপুরকে তিলোত্তমা রূপে সাজাতে এডুপুর সোসাইটির অনবদ্য প্ৰয়াস

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 March 2019 12:49 PM GMT

তেজপুরঃ তেজপুর ককলতা অসামরিক হাসপাতালে সোমবার ওয়াল পেইন্টিঙের মাধ্যমে এক সৌন্দর্যায়ন কর্মসূচির আয়োজন করা হয়। এনজিও এডুপুর সোসাইটি এই চতুর্থ সৌন্দর্যায়ন কর্মসূচির আয়োজন করেছিল।

শোণিতপুরের জেলাশাসক নরসিং পাওয়ার এই কর্মসূচি উদ্বোধন করেন। শোণিতপুরের এডিসি কে কে শর্মা,স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর ড.কৃষ্ণা কেম্প্ৰাই,ড. বিজয় পাল দাস,এডুপুর সোসাইটির সভাপতি এবং সচিব এলসি ভুইয়া ও অমিত কুমার কোঁত্তর ও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চতুর্থ ওয়াল পেইন্টিঙের কাজ সম্পাদন করেন শিল্পী পূর্ণ তাঁতি ও সুমন পাল। এদিন কনকলতা আর্ট গ্যালারি উদ্বোধনকালে জেলাশাসক পাওয়ার এডু সোসাইটির এ ধরনের লাগাতার প্ৰয়াসের প্ৰশংসা করেন। তিনি বলেন,অসম প্ৰাকৃতিক সম্পদে ভরে আছে। ‘আমাদের পর্যটনের মাধ্যমে সেগুলি কাজে লাগানো উচিত। স্বচ্ছ ভারত অভি্যান প্ৰথমে নিজের বাড়ি থেকে শুরু করা প্ৰয়োজন। প্ৰতিজন ব্যক্তি যদি নিজেদের চারপাশ পরিষ্কার,পরিচ্ছন্ন করে রাখেন তাহলে তেজপুর শহর স্বাভাবিকভাবেই আরও সুন্দর হয়ে উঠবে’-বলেন তিনি।

তিনি এডুপুর সোসাইটিকে তাদের মিশন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তেজপুর শহরের সৌন্দর্যায়নে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করবো-উল্লেখ করেন পাওয়ার। এরআগে এল সি ভুঁইয়া স্বাগত ভাষণে বলেন,তেজপুর শহরের শ্ৰীবৃদ্ধির এই ধারণা প্ৰথম মাথায় আসে অমিত রাজকোঁয়রের,যিনি ২০১৩ সালে প্ৰতিষ্ঠিত এডুপুর সোসাইটির প্ৰতিষ্ঠাতা সচিব। ‘তখন থেকেই আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তেজপুরকে তিলোত্তমা রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি’।

Next Story
সংবাদ শিরোনাম